একনজরে ৯নং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ভৌগলিক অবস্থান
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নটি ভোলা জেলার অন্তর্গৃত লালমোহন উপজেলার 9নং ইউনিয়ন। ইহার এলজিইডি কোড নং- 095466। ইহা 7টি গ্রাম নিয়ে ৪৬.০ বর্গ কিমি বিশিষ্টি একটি মেঘনা নদীর তীরবর্তী ইউনিয়ন। ইহা লালমোহন উপজেলা সদর কার্যালয় হতে সর্বৃ পূর্বে দক্ষিনে প্রায় 25কিমি দূরে অবস্থিত।
ইহার উত্তর সীমানায় লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন, পূর্বে মেঘনা নদী মনপুরা উপজেলা, পশ্চিমে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন এবং চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন এবং দক্ষিনে চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন। ইহা জিপিএস R890 হতে 12 কিমি পূর্বে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস